অভয়নগরে পৌর ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনায় নওয়াপাড়া বাজার উত্তল, বোমা বিষ্ফোরণ, গুলি বর্ষণ
অভয়নগর প্রতিনিধি-যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান মিলন (২৮)দলীয় অভ্যান্তরিণ কোন্দলে প্রতিক্ষের হামলার শিকার হয়েছে। আশংকা জনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ কেন্দ্রে নেওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যায় নওয়াপাড়ার বেঙ্গল রেলগেটে এ ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে নওয়পাড়া বাজারে সড়ক অবরোধ। রাত ৮টার দিকে গুলি বর্ষণের শব্দে বাজার শূন্য। ঘটনা প্রতিবাদে বুধবার বিকালে মিছিল সমাবেশ। মিছিলে বোমা হামলার অভিযোগ।
জানাগেছে, ছাত্রলীগনেতা কামরুজ্জামান মিলন ওই সময় নওয়াপাড়া বাজারের দিকে আসছিলেন। এসময় কতিপয় সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত হামলা চালায় এবং কুপিয়ে ও মটরসাইেকেলের ডাম্পার দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। আহত অবস্থায় প্রথমে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে সন্ধ্যার সময় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত নেতার এক নিকট আত্মীয় জানায়, মিলনকে ৪/৫ জন যুবক পিস্তল ঠেকিয়ে গতিরোধ করে। পরে তাকে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে মুমূর্ষ অবস্থায় রাস্তায় ফেলৈ দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনার প্রতিবাদে তার সমর্থক ছাত্রলীগ নেতা-কর্মীরা মঙ্গলবার সন্ধ্যায় আগুন জ্বালিয়ে যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে রাত সাড়ে আটটা দিকে নওয়াপাড়া রেল স্টেশন এলাকায় উভয় গ্রুপ মুখো মুখি হয়। এ সময়ে চার/ পাচ রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটে।
বুধবার বিকালে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলা আ.লীগের কার্যলয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, যশোর জেলা ছাত্রীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, জেলা ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম, অভয়নগর উপজেলা ছাত্রীগের আহবায়ক শাহ খালিদ মামুন,যুগ্ম আহবায়ক রওশন কবির টুটুল, উপজেলা ছাত্রলীগ নেতা সুজন পাটোয়ারী, পৌর ছাত্রীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শান্ত, পৌর ৭নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা রমজান হোসেন সুমন প্রমুখ। পরে পুলিশ পাহারায় একটি বিক্ষোভ মিছিল নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে বোমা হামলার ঘটনা ঘটে। পরে পুলিশি এ্যাকশানে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে পড়ে। মিছিলে উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও কলেজ শাখা ছাত্রলীগের শত শত নেতা কর্মীরা অংষগ্রহণ করে। এ ঘটনায় উপজেলা ব্যাপী চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে বুধবার বিকালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অভয়নগর থানা অফিসার ইনচার্য মোয়াজ্জেম হোসেন জানান, ছাত্রলীগ নেতাকে কতিপয় দুষ্কৃতকারী মটরসাইকেলের ডাম্বার দিয়ে পিটিয়ে হাত পা মুড়িয়ে দিয়েছে। এ ঘটনার প্রতিবাদে তার সমার্থক নেতা কর্মীরা নওয়াপাড়া বাজারে যশোর – খুলনা মহসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। সংবাদ পেয়ে আমি ঘটনাস্থালে যেয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়। তিনি আরো বলেন, হামলাকারীরা যেই হোক তাদের দ্রুত গ্রেফতার করা হবে। কামরুজ্জামান মিলন নওয়াপাড়া হাসপাতাল গেট এলাকার বাসিন্দা ঈমান মোল্যার ছেলে।