Type to search

অভয়নগরে তালাক দেওয়া মাকে ঘরে তুলে নিতে পিতাকে জীবননাশের হুমকি

অভয়নগর

অভয়নগরে তালাক দেওয়া মাকে ঘরে তুলে নিতে পিতাকে জীবননাশের হুমকি

স্টাফ রিপোর্টার: তালাক দেওয়া মাকে ঘরে তুলে নিতে পিতাকে গভীর রাতে সন্ত্রাসী দিয়ে জীবন নাশের হুমকি দিয়েছেন তার ঔরাসজাত পুত্র। অভয়নগর উপজেলার বাগদহ গ্রামে রফিকুজ্জাম(৪৩) এর পুত্র রাকিব মহলদার(২০) মুখোশধারী সন্ত্রাসী নিয়ে বুধবার রাত তিনটায় এ হুমকি প্রদান করে বলে অভিযোগ উঠছে।
স্থানীয় লোকজন ও রফিকুজ্জামানের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে,১৯৯৯ সালে মো. রফিকুজ্জামানের সঙ্গে একই গ্রামের জামেদ আলী মোল্যার মেয়ে রিনা পারভীনের(৩৫) বিয়ে হয়। তাদের সংসারে জন্ম নেয় পুত্র রাকিব মহলদার বর্তমানে সে সেনাবাহিনীতে কর্মরত আছে। পারিবারিক কলহের কারণে রফিকুজ্জামান তার স্ত্রী রিনা পারভীনকে মৌখিক তালাক দেন। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। ঘটনার পর স্ত্রী রিনা পারভীন তার পুত্র নিয়ে অন্যত্র বসবাস করতে থাকেন। এদিকে রফিকুজ্জামান দ্বিতীয় বিবাহ করে সংসার করতে থাকেন।
রফিকুজ্জামানে অভিযোগ, তার প্রথম পক্ষের পুত্র রাকিব মহলদার সুকৌশলে রফিকুজ্জামানের পিতা সিরাজ মহলদারকে ফুসলিয়ে সমস্ত জমি নিজের নামে লিখে নেয়। জন্মদাতা পিতা হিসেবে রফিকুজ্জামান তার ছেলে রাকিবের কাছে জমি লিখে নেওয়ার বিষয়ে কথা বললে সবকিছু ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেয় পুত্র।
এ ঘটনার পর গত ২৪ আগস্ট সার্বিক বিষয়ে সমঝোতার জন্য পরিবারের আত্মীয় স্বজন মিলে একটি বৈঠক হয়। বৈঠকে প্রথম স্ত্রীকে ঘরে তুলে নেওয়ার জন্য রফিকুজ্জানকে চাপ সৃষ্টি করা হয়। কিন্তু রফিকুজ্জামান কিছুতেই স্ত্রীকে ঘরে তুলে নিতে রাজি হয় নি। বৈঠকের পরের দিন ২৫ আগস্ট বুধবার রাত তিনটায় পুত্র রাকিব মহলদার তার পিতাকে ঘুম থেকে ডেকে রাস্তায় আনে। পরে সে মুখোশধারী দুইজন সন্ত্রাসী দিয়ে শারীরিক ভাবে লাঞ্চিত করে ও জীবন নাশের হুমকি দেয়। এ ঘটনায় রফিকুজ্জামান তার প্রথম পক্ষের স্ত্রী ও পুত্রকে বিবাদী করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে জানতে চাইলে থানার অফিসার ইনচার্য (তদন্ত) মিলন মন্ডল বলেন, ‘কাজে ব্যস্ত থাকার জন্য আমি এ ব্যপারে খোঁজখবর নিতে পারিনি। ঘটনার সত্যতা প্রমাণ হলে এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’