Type to search

মাগুরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

জেলার সংবাদ

মাগুরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

অপরাজেয়বাংলা ডেক্স : মাগুরা সদর উপজেলায় বজ্রপাতে মোহাম্মদ শেখ (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (১ আগস্ট) বেলা পৌনে ৩টার দিকে উপজেলা সদরের চাউলিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, ঝড়ো বাতাসসহ বৃষ্টির মধ্যে অন্য কৃষকদের সঙ্গে বাড়ির পাশের বিলে পাট কাটছিলেন মোহাম্মদ শেখ। এসময় বজ্রপাত হলে মোহাম্মদ শেখের শরীরের কিছু অংশ ঝলসে যায়। পরে আশপাশের লোকজন মোহাম্মদ শেখকে উদ্ধার করে ২৫০ শয্যার মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক এনামুল কবির তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার পাশে থাকা এক কৃষক কিছুটা অসুস্থ হলেও পরে সুস্থ হয়ে যান।

সূত্র, বাংলানিউজটোয়েন্টিফোর.কম