শ্যামল দত্ত চৌগাছা থেকেঃ
যশোরের চৌগাছায় ২০ প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ ঈদগাহ মাঠে এই হুইল চেয়ার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নারায়ন চন্দ্র পাল।
২০১৯-২০ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ১ লক্ষ ৭৭ হাজার টাকা ব্যয়ে উপজেলার বিভিন্ন গ্রামের ২০ প্রতিবন্ধীকে এই হুইল চেয়ার প্রদান করা হয়।
হুইল চেয়ার পাওয়া ব্যক্তিরা হলেন রোজিনা খাতুন, আব্দুস সাত্তার, বিশারত আলী, জমিরন নেছা, মঈনুর রহমান, তুহিন হোসেন, শাওন, তুষার, ছায়রা খাতুন, মোশারেফ হোসেন, গৌতম কুমার, আনিছুর রহমান, খাইরুল ইসলাম, আয়াতন নেছা, আনোয়ারা খাতুন, চম্পা খাতুন, কুদরত আলী ও ছায়াতন নেছা প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.