Type to search

ভারতে করোনায় একদিনে রেকর্ড ৪ হাজার ৩৪০ জনের মৃত্যু

ভারত

ভারতে করোনায় একদিনে রেকর্ড ৪ হাজার ৩৪০ জনের মৃত্যু

অপরাজেয়বাংলা ডেক্স: ভারতে করোনায় একদিনে রেকর্ড ৪ হাজার ৩৪০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৭৮ হাজারের বেশি মানুষের।

নতুন করে করোনা শনাক্ত হয়েছে দুই লাখ ৬৩ হাজার। দেশটিতে মোট করোনা শনাক্ত ছাড়িয়েছে দুই কোটি ৫২ লাখ। দেশটিতে একদিনেই ৫০ চিকিৎসকের মৃত্যু হয়েছে করোনায়। ভারতের মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তথ্য মতে, করোনার দ্বিতীয় ঢেউয়ে ২৪৪ জন চিকিৎসক মারা গেছেন। করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় এক হাজার চিকিৎসকের মৃত্যু হয়েছে করোনায়।

এদিকে যুক্তরাজ্যে বাড়ছে ভারতের নতুন ধরনে আক্রান্ত করোনা রোগীর সংখ্যা। গত পাঁচ দিনে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত ৭৭ শতাংশ বেড়েছে।সুত্র,ডিবিসি নিউজ