অভয়নগরে সাংবাদিককে হুমকির ঘটনায় প্রতিবাদ ও নিন্দা

স্টাফ রিপোর্টার:‘ অভয়নগরে ডা. স্বাগত দাশ কর্মস্থলে বসে নিজের ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠানোর অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এইচ এম জুয়েল রানার বাড়িতে গিয়ে কতিপয় সন্ত্রাসী মেরে ফেলার হুমকি দিয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টার সময় কিছু তিন জন অপরিচিত যুবক তার নওয়াপাড়ার বর্ণমালা স্কুলের পাশের বাসায় গিয়ে জুয়েল রানাকে খুঁজতে থাকে। এসময় জুয়েল রানা বাসায় ছিলো না। তখন তারা জুয়েল রানার স্ত্রীকে বলে,‘ তোর স্বামীকে যা খাবার তা খেয়ে নিতে বলো’ । এই বলে তারা বেরিয়ে আসে। এ ঘটনায় সাংবাদিক জুয়েল রানা নিরাপত্তাহীনতায় ভুগছে।
প্রসঙ্গত ‘ অভয়নগরে ডা. স্বাগত দাশ কর্মস্থলে বসে নিজের ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠানোর অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন গতকাল বুধবার দৈনিক যশোর পত্রিকায় প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর বুধবার(৩/৩/২০২১) সকাল ৯টা ৫৪ মিনিটে ০১৭১২১০৭৪৮৯ নং মোবাইল থেকে মাসুদ তাজ পরিচয়ে এক ব্যক্তি তার ০১৭৩২২৪৩০৬৯ নং মোবাইলে কল করে হাসপাতালে ডাক্তারের চেম্বারে কেন গিয়েছিল তা জানতে চান। এর পর তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে তিনি তার হাত পা ভেঙ্গে গুহ্যদ্বারে ঢুকিয়ে দেওয়ার হুমকি দেন। এঘটনায় জুয়েল রানা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। যার নং: ১২৫ তারিখ: ০৩/০৩/২০২১।
ভুক্তভোগী সাংবাদিক জুয়েল রানা জানান, আমাকে বাড়ি যেয়ে হত্যার হুমকি দেওয়ায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ ঘটনায় যশোর জেলা সাংবাদিক ইউনিয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
এক বিবৃতিতে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের সদস্য এইচ এম জুয়েল রানা কে হুমকি দেয়ার সংগঠনের সভাপতি শেখ দিনু আহমেদ এবং সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
প্রদত্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এইচএম জুয়েল রানা একজন সাহসী সাংবাদিক। তার কিছু হলে এর দায়ভার মাসুদ তাজ কোনো ক্রমেই এড়াতে পারবেন না। তাই যে কোনো পরিস্থিতি মোকাবেলায় যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন ঐক্যবদ্ধ আছে। প্রয়োজনে দুস্কৃতিকারি দমনে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলা হবে।
অপর এক বিবৃতিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারি মহাসচিব মহিদুল ইসলাম মন্টু, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল এবং উপদেষ্টা এ কে এম গোলাম সরওয়ার এঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
অনুরুপ বিবৃতি প্রদান করেছেন অভয়নগর প্রেসক্লাবের উপদেষ্টা ফারুক হোসেন, এস এম রফিকুল আলম, মাসুদ আলম, সভাপতি চৈতন্য কুমার পাল, সহসভাপতি শেখ আতিয়ার রহমান,সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সহ সকল সদস্য বৃন্দ।