অভয়নগরে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এইচ,এম,জুয়েল রানাঃ অভয়নগরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গত সোমবার বিকাল চারটার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের যুগ্মআহবায়ক খালিদ খাঁন। উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, এবং বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন।
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ শান্ত এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদস্য বাপ্পি কুমার দাস, উপজেলা সেচ্ছা সেবক লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক জি.এম মনিরুজ্জামান মনি, সাবেক ছাত্রলীগ নেতা শামীম গাজী, পৌর ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ (শান্ত), যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সুলতানা আরেফা মিতা, বায়জীদ হোসেন, ইমরান সরোয়ার, ছাত্রলীগ নেতা আল-আমিন রাজ, শাহ্ শাহবাব, আকাশ, আব্দুল্লাহ্, রাসেল সরদার, বুখারী প্রমুখ।অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মোঃ বাবু সরদার।