কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।
যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালোব্যাচ ধারণ, বঙ্গবন্ধুর মোরালে পুষ্পমাল্য অর্পণ, কোরআনখানি, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব সৈয়দ নাহিদ হাসান, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল প্রমুখ।
এদিকে কেশবপুর উপজেলা প্রশাসন কর্তৃক বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দুরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, Zoom Cloud Meeting Apps এর মাধ্যমে ভার্চুয়াল প্লাটফর্মে শোক দিবসের আলোচনা সভা, ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, প্রতিবন্ধিদের মাঝে চেক বিতরণ, যুব ঋণের চেক বিতরণ, সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যগণের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এছাড়া কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, দোরমুটিয়া দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ##