চৌগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
চৌগাছা ( যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় হোসাইন (৮ ) নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সোমবার ( ৪ নাম্বার ) দুপুর ২ টার সময় উপজেলার কংসারিপুর গ্রামে দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু হোসাইন আব্দুর রহমানের ছেলে ।
জানা গেছে, দুপুর ২টার বাড়িতে মা রান্নাবান্না করছিল বাড়ির পাশে কপোতাক্ষ নদে স্নান করার ঘাটে শিশুরা মিলে নদীর পানিতে যেয়ে খেলা করছিল। মনের অগোচরে হোসাইন পানির ভিতরে চোরাবালি তে পড়ে যায় আর উঠতে পারে না। পরিবারের লোকজন টের পেয়ে শিশু হোসাইন কে উদ্ধার করে দুপুর ২ ্৩০ মিঃ চৌগাছা সরকারি মডেল হাসপাতালে আনলে জরুরী বিভাগের ডাক্তার ডাঃ ইমন হোসেন পরীক্ষা নিরীক্ষা করে তিনি বলেন আনার পূর্বে মৃত্যু হয়েছে। তিনি শিশু বাচ্চা হোসাইনকে মৃত ঘোষণা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে ঘটনাটি সত্যতা নিশ্চিত করেন। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।