প্রিয়ব্রত ধর,নওয়াপাড়াঃ
অভয়নগরে ৩০ লাখ খেজুর বীজ ও ৩ হাজার চারা রোপণ অব্যাহত।এর ধারাকাহিকতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে
যশোর ৪ আসনের সংসদ এনামুল হক বাবুল বলেন আমার গাছ আমার সম্পদ, আমাদের জীবন রক্ষার্থে প্রচুর গাছ লাগাতে হবে।তবেই আমরা সুন্দর একটা বসবাসের অবস্থা পাব।
যশোর জুড়ে ১কোটি ৩০ লক্ষ খেজুর বীজ ও চারা রোপন অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় বুধবার অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নে প্রস্তাবিত রাজাপুর মৌজায় ইপিজেড সংলগ্ন রাস্তার দু পাশে রোপন করা হচ্ছে খেজুর বীজ ও বৃক্ষ।
যশোর ৪ আসনের সংসদ সদস্য এনামুল হক বাবুল উপস্থিত থেকে এ বৃক্ষ রোপন উদ্যোধন করেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভভয়নগর উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ, উপজেলা চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান,ভাইচ চেয়ারম্যান আক্তারু জামান তারু।
আরো উপস্থিত ছিলে সুন্দলী ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, সচিব সরিফুল ইসলাম। ইউপি মেম্বর অপূর্ব লাল ধর, শিপন সরকার, আওয়ামীলীগ নেতা দিনেশ বিশ্বাস,শিলা দিপ্ত বিশ্বাস,সুইট মল্লিক সহ প্রমুখ
সময় রাস্তার দু পাশে ফলজ ও বনজ বৃক্ষ রোপন করে সে চারা পরিচর্যার জন্য নির্ধারিত টিম গঠন করা হয়ে থাকে।