চৌগাছা আদিবাসী পাড়া মহাশশ্মানে শিব মন্দির উদ্বোধন
pশ্যামল দত্ত চৌগাছা ( যশোর) প্রতিনিধি ঃ যশোরের চৌগাছায় আদিবাসী পাড়া মহাশশ্মানে শিব মন্দির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৯ থেকে বিকাল ৫ পর্যন্ত আরাধ্য দেবতা শিবের বিগ্রহ প্রতিস্থাপন উপলক্ষে দিন ব্যাপি পূজা অর্চনা হয়েছে। ফরিদপুর জেলা থেকে
৩ জন ঠাকুর মশাই ( ব্রাহ্মণ ) পূজা করেন। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা শিব মন্দির প্রতিষ্ঠাতা সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ আহ্বায়ক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ মিশ্র জয়,পূজা উদযাপন পরিষদের আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক শ্যামল দত্ত, সঞ্জয় সরদার , মনা সরদার, মিমাই সরদার, লালু সরদার,ক্ষিরদ সরদার বিষ্ঠু সরদার , কেনজু সরদার সহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রসাদ বিতারণ করা হয়। শিব মন্দির তৈরি প্রতিষ্ঠাতা দেবাশীষ মিশ্র জয় বলেন এই শিব মন্দির তৈরি করতে ১ বছর লেগেছে মন্দিরটি পূর্ণাঙ্গ করতে ২৫ লক্ষ টাকা অর্থ ব্যয় হয়েছে।