চৌগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা
শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধি ঃ যশোরের চৌগাছায় হাসপাতাল ব্যবস্থা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৯ জুলাই) সকাল ১১ টায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এক আলোচনা সভায় উপজেলা উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফুন্নার লাখীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা – ঝিকরগাছা
আসনের সংসদ সদস্য তৌহিদুজ্জামান তুহিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা খানম,সিংহঝুলী ইউনিয়ন চেয়ারম্যান হামিদ মল্লিক, এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার
রবিউল ইসলাম, সুরায়া পারভীন,সুলকার নাঈম, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত, অফিস সহকারী সোহেল রানা সহ স্থানীয় ব্যক্তি ছিলেন। এক বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য তৌহিদুজ্জামান তুহিন বলেন হাসপাতালে সামনে মরা ও শুকনো গাছ অপসরনের দাবি ও হাসপাতালে পর্যাপ্ত রোগী হয় ডাক্তার সংকট বিশেষ করে বাইনারী ও শিশু ডাক্তার বেশি প্রয়জন জন এই দাবিগুলো জোরল ভাবে স্থানীয় সংসদ সদস্যর কাছে তুলে ধরা হয়।