Type to search

নওয়াপাড়া বাজারে চুরি বৃদ্ধি পেয়েছে

অভয়নগর

নওয়াপাড়া বাজারে চুরি বৃদ্ধি পেয়েছে

অভয়নগর প্রতিনিাধি
নওয়াপাড়া বাজারে চুরি বৃদ্ধি পেয়েছে। চলতি সপ্তাহের মধ্যে উপজেলার শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়ায় সোনা পট্টি অপরুপা জুয়েলার্স ও সোনালী ফার্মেসীতে চুরি সংঘটিত হয়েছে। ধারাবাহিক চুরির ঘটনায় আতংকিত সাধারন ব্যবসায়িরা।গত সোমবার দিবাগত রাত ১টার পরে নওয়াপাড়ার প্রাণকেন্দ্র নুরবাগে সোনালী ফার্মিসীতে দুর্দর্ষ চুরির ঘটনা ঘটেছে।ফার্মেসীর ক্যাশবক্স ভেঙ্গে নগদ ৫লক্ষ ৮০ হাজার টাকা ও প্রায় ২লক্ষ টাকার মূল্যের ঔষধ নিয়ে গেছে। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, সোনালী ফার্মেসীর দোকানের চালার টিন ও গ্রিল কাটা। দোকানের ভিতরের মেঝেতে বিভিন্ন ঔষধ ছিটানো,ক্যাশ
কাউন্টারের ড্রোয়ার ভাঙ্গা ও ফ্রীজ খোলা রয়েছে। এবং সিসি টিভির ফুটেজে দেখা যায়, সোমবার দিবাগত রাত ১টা ৫০মিনিটে অঙ্ঘাত এক ব্যাক্তি ফার্মেসীর ক্যাশ কাউন্টার ভেঙ্গে টাকা পয়সা একটি ব্যাগে ভরছে। এ বিষয় ফার্মেসীর মালিক ও বাংলাদেশ ড্রাগ এন্ড ক্যামিষ্ট অভয়নগরের সাব কমিটির সাধারন সম্পাদক বিশ্বজিৎ সিংহ বলেন, গত সোমবার(৫ফেব্রুয়ারী) রাত ১২টার পরে দোকান বন্ধ করে বাড়ীতে যাই। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায়দোকান খুলে দেখি ক্যাশবক্স ভাঙ্গা ও উপরের টিনের চালা ও গ্রীল কাটা। পরে অভয়নগর পুলিশকে খবর দিয়েছি। এবং পুলিশ এসে ঘটনাস্থল পরির্দশন করেছে। আমার ঔষধের দোকান থেকে প্রায় ২লক্ষ টাকার মূল্যের ঔষধ ও ক্যাশে থাকা নগদ ৫লক্ষ ৮০ হাজার টাকা চুরি হয়ে গেছে। অভয়নগর থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রক্রিয়া চলছে। এর আগে গত শুক্রবার(২ফেব্রুয়ারী) দিবাগত নওয়াপাড়া সোনা পট্টি জনতা মার্কেটে অপরুপা জুয়েলার্সে চুরি সংঘটিত হয়। দোকানের সামনের একটি সিটি গোল্ডের দোকানের তালা ভেঙে অপরুপা জুয়েলার্সের দেয়াল ভেঙে ২ ভরি স্বর্ণ ও ১২০ রুপাসহ নগদ ৪৫ হাজার টাকা ও সিটি ফুটেজের ডিভাইস নিয়ে গেছে।নওয়াপাড়া পৌরসভার প্যানেল মেয়র ও ৫ নং ওয়ার্ড কাউন্সির মিজানুর রহমান মিজা মোল্য ঘটনাস্থল পরিদর্শনে এসে বলেন, চুরির ঘটনানিয়ে আমি খুবই উদ্বিগ্ন। মাসিক আইন শৃখলা মিটিংএ চুরির ঘটনাগুলো তুলে ধরা হবে। এব্যাপারে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ(ওসি) আকিকুল ইসলাম জানান, নওয়াপাড়া নুরবাগে সোনালী ফার্মেসীতে চুরির খবর জানতে পেরে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। সাম্প্রতিক সময়ে চুরি বৃদ্ধির ব্যাপারে জানতে চাইলে, তিনি বলেন পর্যাপ্ত নইট গার্ড ও সিসিটিভি স্থাপনের ব্যাপারে আমি ব্যবসায়ীদের কথা বলেছি। এছাড়াও এই চক্রটিকে আটকে আমাদের বিশেষ টিম মাঠে নামানো হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের
আইনের আওতায় আনতে সক্ষম হবো।
কামরুল ইসলাম
৬/২/২৪