ঝিকরগাছায় উপজেলা নারী সামাজিক এ্যাসোসিয়েশনের নির্বাচনে শিল্পী সভাপতি ও নাসরিন সম্পাদক নির্বাচিত
আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলা নারী সামাজিক এ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে মাফরুহা আকবর শিল্পী সভাপতি ও নাসরিন সুলতানা সাধারণ সম্পাদক হিসেবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দার্য়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুদ হোসেন পলাশ। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আলহাজ্ব মোঃ আরব আলী ও উপজেলা সমবায় অফিসার মোঃ ছালাউদ্দিন, উলাসী সৃজনী সংঘ (ইউ প্রকল্প) এর নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি, প্রোগ্রাম কোর্ডিনেইটর নাজনিন সুলতানা, রিজিওনাল কোর্ডিনেইটর হারুন অর রশিদ, উপজেলা ফিল্ড কোর্ডিনেইটর নার্গিস আক্তার, ফিল্ড কোর্ডিনেইটর বঙ্কিশ চন্দ্র রায়, এছাড়াও প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ।
বুধবার (২৯নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই নির্বাচনে ১৯জন প্রার্থীর অংশগ্রহণে ১৭টা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার মোট ভোটার সংখ্যা ছিলো ১৯২০জন। উপজেলা নারী সামাজিক এ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে মাফরুহা আকবর শিল্পী (১৪২৬ ভোটে বিজয়ী) ও মোছাঃ খালেদা বেগম (৩৬৯ ভোট), সহ সভাপতি পদে চিচিলিয়া মন্ডল (১৭১৭ ভোটে বিজয়ী), ফুলিয়া খাতুন (৪৯৯ ভোট) ও রনঞ্জুয়ারা বেগম (১২৮৬ ভোটে বিজয়ী), সাধারণ সম্পাদক পদে নাসরিন সুলতানা (১৭৫২ ভোটে বিজয়ী) ও মোছাঃ মমতাজ পারভিন (৪২ ভোট), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনিরা খাতুন (১৬৫৫ ভোটে বিজয়ী) ও মৌসুমী খাতুন (১০৪ ভোট), সাংগঠনিক সম্পাদক রতœা পারভিন চুমকি (১৬৬১ ভোটে বিজয়ী) ও হাচিনা বেগম (১০০ ভোট), কোষাধ্যক্ষ পদে মেহেরুন নেছা (১৬৭৪ ভোটে বিজয়ী)ও তানজিয়াা আক্তার রিয়া (৮৪ ভোট), দপ্তর সম্পাদক পদে মোছাঃ মোমেনা খাতুন পলি (১৬২১ ভোটে বিজয়ী) ও খালেদা খাতুন (১৬২ ভোট), সদস্য পদে পারুল খাতুন (১৬৪৭ ভোটে বিজয়ী), তারানা আরফিন জিনিয়া (১৫০২ ভোটে বিজয়ী), নাছিমা বেগম (১৫৩৮ ভোটে বিজয়ী) ও রাবেয়া খাতুন (৫৬২ ভোট)।