Type to search

খুলনা

বাগেরহাটে বাঁধন ফাউন্ডেশনের উদ্যোগে   শিক্ষার্থীদের মাঝে  বৃওি প্রদান

বাগেরহাট সংবাদদাতা::   বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এককালিন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থার মাধ্যমে ফকিরহাট উপজেলার ৫ টি বিদ্যালয়ের মেধাবী ছাএীদের মাঝে এ বৃওি প্রদান করা হয়। বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঞ্জুরুল হসান মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে  প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন  সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার এস এম হিসামুল হক। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ ফোর আই প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর মুসফিকুল ইসলাম রিতু, ইপিয়ার সেরী প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর সোহাগ হাওলাদার, ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার শামিমা নাসরিন মিলি, কানিজ ফাতেমা, ফিল্ড ফেসিলেটেটর জয়নাল সরদার, তানজিম আহমেদ, দেবদাস মন্ডল, মামুন আহমেদ, লিজা আক্তার, মো: হিরক, মো: সোহান প্রমুখ।