Type to search

এবার কোভিড-১৯-এ আক্রান্ত হলেন নাজমুল অপু ।”

খেলাধুলা

এবার কোভিড-১৯-এ আক্রান্ত হলেন নাজমুল অপু ।”

 

অপরাজেয় বাংলা ডেক্স- একদিনেই একে একে তিন ক্রিকেটারের করোনায় আক্রান্ত হওয়ার খবর। প্রথমে এসেছিল বাংলাদেশ দলের সাবেক ওপেনার এবং তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল করোনায় আক্রান্ত। এরপর আজ দুপুর গড়াতেই খবর চাউর হলো সাবেক অধিনায়ক এবং বর্তমান সাংসদ মাশরাফি বিন মর্তুজা আক্রান্ত। সন্ধ্যা নামতে না নামতেই খবর এলো বর্তমান দলের ক্রিকেটার, বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার নাজমুল ইসলাম অপুও করোনায় আক্রান্ত। মিডিয়ার সঙ্গে আলাপে নাজমুল ইসলাম অপু নিজেই জানিয়েছেন এ খবর। তিনি বলেন, ‘গত সপ্তাহে ত্রাণ দিতে নরসিংদী গিয়েছিলাম। ওখান থেকে আসার পর শরীর খারাপ লাগছিল। বুধবার করোনা পরীক্ষা করিয়েছি। আজ দুপুরেই রেজাল্ট পেয়েছি। পজিটিভ এসেছে। এখন বাসায় আলাদা রুমে আছি। পাশাপাশি সকলের দোয়া প্রত্যাশা করছি’

সংকোলনে- আরাফাত হোসেন তাজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *