Type to search

চৌগাছা বেশী দামি কৃষি সার বিক্রিয় ও বিভিন্ন কোম্পানির মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয় করা ১৫০০০ টাকা জরিমানা

চৌগাছা

চৌগাছা বেশী দামি কৃষি সার বিক্রিয় ও বিভিন্ন কোম্পানির মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয় করা ১৫০০০ টাকা জরিমানা

চৌগাছা (যশোর)থেকে ঃ চৌগাছায় বেশি দামে কৃষি সার বিক্রয় অপরাধে ও বিভিন্ন কোম্পানির মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বীক্রয় অপরাধে ভ্রাম্যমানআদালতের মাধ্যমে মেসার্স রুবেল এন্টারপ্রাইজের ১৫০০০/- হাজার টাকা জরিমানা করেন।  মঙ্গলবার (১৬আগষ্ট) বেলা ১২ টার সমায় চৌগাছা -মহেশপুর রোগ পার বাজার মেসার্স রূবেল
এন্টারপ্রাইজে স্বত্বাধিকার টিপু সুলতান(৩৭) বেশী দামে কৃষি সার বিক্রয় ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখার অপরাধে ১৫০০০ টাকা জরিমানা আদায়  করেন ।ভ্রাম্যমান আদাল পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সমরেন বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অফিসার মিজানুর রহমান ,উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা

শামীম খান, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম ।  নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সার দোকানদার কে সতর্ক করে দেন পরবর্তীতে কৃষকের কাছে বেশি বিক্রয় করলে ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয় করলে ডিলারশিপ প বাতিল করে দেবেন।