Type to search

৩০ হাজার বন্দিকে ক্ষমা করলেন থাই রাজা

আন্তর্জাতিক

৩০ হাজার বন্দিকে ক্ষমা করলেন থাই রাজা

থাইল্যান্ডের অন্তত ৩০ হাজার কারাবন্দিকে ক্ষমা করে দিয়েছেন দেশটির রাজা মাহা ভাজিরালংকর্ন। প্রয়াত রাজা ভূমিবল আদুলুয়াদেজের জন্মদিন উপলক্ষে জারি করা এক রাজকীয় ডিক্রিতে এই ঘোষণা দেওয়া হয়েছে। ওই ডিক্রিতে দুই লাখেরও বেশি বন্দির দণ্ড কমানোর কথা বলা হয়েছে। শনিবার বাবার জন্মদিন পালনের আগে শুক্রবার ওই ডিক্রি জারি করেন বর্তমান রাজা ভাজিরালংকর্ন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।.

শুক্রবার জারি করা রাজ ডিক্রিতে যেসব বন্দিদের সাজা কমানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন সাংবাদিক সোরাইয়ুথ সুথাসানাসিন্দা, লাল-শার্ট বিক্ষোভের নেতা নাত্তাউথ সাইকুয়ার এবং সাবেক বাণিজ্যমন্ত্রী বুনসন তেরিয়াপিরোম।

থাই সরকারের ডিপার্টমেন্ট অব কারেকশনের অধীনে দেশটিতে বর্তমানে দণ্ডপ্রাপ্ত বন্দির সংখ্যা তিন লাখ ৪৪ হাজার ১৬১ জন। এর মধ্যে দণ্ড কমানোর সুযোগ নিতে পেরেছেন দুই লাখ ৪৭ হাজার ৫৫৭ জন।

সূত্র,  বাংলা ট্রিবিউন