Type to search

২৪ ঘণ্টায় হাসপাতালে ১১২ ডেঙ্গু রোগী

স্বাস্থ্যবিধি

২৪ ঘণ্টায় হাসপাতালে ১১২ ডেঙ্গু রোগী

অপরাজেয়বাংলা ডেক্স

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন জেলায় আরও ১১২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১১২ জন। এর মধ্যে ঢাকাতে ৯৯ জন এবং ঢাকার বাইরের সারাদেশে ভর্তি  হয়েছেন ১৩ জন।

এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৭৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫৯৩ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১৭৫ জন রোগী ভর্তি রয়েছেন।

এবছর ১ জানুয়ারি থেকে ২০ অক্টোবর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সর্বমোট সংখ্যা ২১ হাজার ৮৩৭ জন। একই সময়ে তাদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ৯৮৬ জন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ৮৩ জনের।  সূত্র,বাংলানিউজটোয়েন্টিফোর.কম