Type to search

১০৪ বছর বয়সে পেলেন বয়ষ্ক ভাতা

অভয়নগর

১০৪ বছর বয়সে পেলেন বয়ষ্ক ভাতা

স্টাফ রিপোর্টার
১০৪ বছর বয়সে বয়ষ্ক ভাতা পেলেন যশোর জেলার বাঘারপাড়া উপজেলার বহরামপুর ইউনিয়নের বাসুয়াড়ী গ্রামের চমর অধিকারী। ১৯১৭ সালে তৎকালীন যশোর শহরেই জন্মগ্রহন করেন তিনি। একসময়ে শ^শুর-শ^াশুড়ি ও স্বামীসহ ৮ছেলে-মেয়ের সংসার ছিলো তাঁর। সকল ছেলে-মেয়েদের বিয়ে দেয়াসহ দীর্ঘদিন সংসার জীবন অতিবাহিত করার এক পর্যায়ে স্বামী হরিবর অধিকারী প্রায় ৩২বছর আগে বার্ধক্যজনিত কারনে মারা যান। সেই থেকে স্বামীহারা অবস্থায় সন্তান ও নাতি-নাতনীর সাথে বসবাস চমর অধিকারীর। ইতোমধ্যে তার ২ছেলে ও ১মেয়েও মারা গেছে। তাঁর কষ্টের আরও কারণ হলো ছেলে-মেয়ের সাথে তাঁর সকল মেয়ের জামাইয়েরাও মারা গেছে। ভাগ্যের বিড়ম্বনায় এখন তিনি নাতির সংসারে বাস করছেন। শারীরিক অবস্থা বেশি ভালো না থাকলেও লাঠিতে ভর করে এখনও তিনি পায়ে হেঁটে ঘুরে বেড়াতে পারেন। আনন্দের বিষয় হলো শত কষ্টের মাঝেও তিনি ৫টি প্রজন্ম (নাতি-নাতনীরও নাতি-নাতনী) দেখতে সক্ষম। বয়স বেশি হলেও এই এলাকার নির্বাচিত প্রতিনিধির দৃষ্টিগোচর না হওয়ার কারনে তিনি সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধে থেকে এতদিন বাইরে ছিলেন। অবশেষে ভাগ্যের জোরে বর্তমানে বহরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মোতালেব তরফদার ও ইউপি সদস্য বুরহান উদ্দীনের সুদৃষ্টিতে এবছর তিনি বয়ষ্কভাতা পেলেন। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেয়া এই অর্থ হাতে পেয়ে এখন তিনি খুব খুশি। কিন্তু তিনি আর কতদিন বাঁচবেন এটাই তাঁর একমাত্র ভাবনা। তবে স্বামী-সন্তান হারানোর যন্ত্রনা নিয়ে তিনি নিজে আর বেশিদিন বাঁচতে চান না। নিজ স্বামী, ছেলে, মেয়ে ও মেয়ের জামাইয়েরা মারা যাওয়ায় তিনি একপ্রকার ঘুমহীন রাত কাটাচ্ছেন। খোঁজ নিয়ে জানা যায় এতোকিছুর পরও নাতির সংসারে তিনি বেশ আদরেই আছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *