Type to search

১লা ফাল্গুন , ভালোবাসা দিবস, ২১শে ফেব্রুয়ারি ঘিরে ফুলের আয়োজন

অর্থনীতি কৃষি জেলার সংবাদ বাংলাদেশ

১লা ফাল্গুন , ভালোবাসা দিবস, ২১শে ফেব্রুয়ারি ঘিরে ফুলের আয়োজন

গোলাপের রূপ-ঘ্রাণ মুগ্ধ করে সব বয়সের মানুষকেই। সারি সারি গোলাপের মনকাড়া সৌন্দর্য নিয়ে সেজে আছে সাভারের বিরুলিয়ার বিভিন্ন গ্রাম।

সাদুল্লাহপুর, বাগ্নিবাড়ি, শ্যামপুর ও সারুলিয়া গ্রামের ৮০ ভাগ বাসিন্দার পেশা গোলাপ চাষ। বানিজ্যিক চাষাবাদের কারণে এলাকাটি পরিচিত গোলাপ গ্রাম নামে। দেশে গোলাপের চাহিদার বেশিরভাগ পূরণও হয় এখান থেকেই।

সারা বছর গোলাপ চাষ করলেও পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস ও ২১ শে ফেব্রুয়ারিকে ঘিরে অন্য আয়োজন। করোনার কারণে এ বছর বিভিন্ন অনুষ্ঠান আয়োজন বন্ধ থাকায় অনেকটাই ক্ষতির মুখে গোলাপ চাষীরা।

গোলাপ গ্রামের দৃষ্টিনন্দন সৌন্দর্য দেখতে রাজধানীসহ নানা প্রান্ত থেকে ঘুরতে আসেন ফুলপ্রেমীরা।

ফুল চাষীদের সহযোগিতায় বিভিন্ন উদ্যোগের কথা জানান উপজেলা কৃষি কর্মকর্তা নাজিয়াত আহমেদ।

তিনি জানান, ফুল চাষীরা যেন ব্যবসা টিকিয়ে রাখে সেজন্য তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছি। পাশাপাশি আমরা উপজেলা পরিষদ থেকে অর্থায়ন পেয়েছি ক্ষতিগ্রস্থ ফুল চাষীদের সহায়তার জন্য।

নানা দিবস ঘিরে ফুল বিক্রি বাড়লে ক্ষতি অনেকটাই পুষিয়ে নেয়া সম্ভব বলে মনে করেন ফুল চাষীরা। সূত্র, DBC বাংলা