Type to search

হিলি স্থলবন্দরে বাড়ছে পেঁয়াজের দাম

অন্যান্য

হিলি স্থলবন্দরে বাড়ছে পেঁয়াজের দাম

ডেস্ক রিপোর্টঃ  হিলি স্থলবন্দরের খুচরা বাজারে বেড়েছে ভারত থেকে আমদানি করা ও দেশি পেঁয়াজের দাম।

একদিনের ব্যবধানে ভারতীয় ভালো মানের পেঁয়াজ ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকায় এবং দেশি পেঁয়াজ ১০ টাকা বেড়ে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে একটু খারাপ মানের ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারের খুচরা ব্যবসায়ীরা জানান, আমদানিকারকদের আড়ৎগুলোতে পেঁয়াজ আছে, কিন্তু তারা বাজারে ছাড়ছে না। যার জন্য খুচরা বাজারে ভারতীয় পেঁয়াজের দাম কিছুটা কম। পাবনা থেকে দেশি পেঁয়াজ এনে বাজারে বিক্রি করা হচ্ছে। ক্রেতারা ভারতীয় পেঁয়াজ না কিনে এখন দেশি পেঁয়াজের উপর নির্ভর হচ্ছে।

কথা হয় পেঁয়াজ ক্রেতার সঙ্গে। তারা জানান, দেশি পেঁয়াজের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভারতীয় পেঁয়াজের দামা। দেশি পেঁয়াজের মান ভালো হওয়াই তারা ভারতীয় পেঁয়াজ কিনছেন না।

সূত্র: DBC News

Tags: