Type to search

স্বতন্ত্র শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নসহ ১৩দফা বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

নড়াইল

স্বতন্ত্র শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নসহ ১৩দফা বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

নড়াইল প্রতিনিধি
স্বতন্ত্র শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নসহ ১৩ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন নড়াইল জেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার সকালে নড়াইল-যশোর সড়কের নড়াইল চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপিতে সকল স্তরের শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নীতিমালা শতভাগ বাস্তবায়ন,  মহিলা কোটা সংশোধনপূর্বক যোগ্য ও মেধাবী শিক্ষক নিয়োগ সহ ১৩ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়।
এসব কর্মসূচিতে  বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন নড়াইল জেলা শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ ফজলুল করিম, বরাশুলা ক্যাডেট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা  মোঃ নাছির উদ্দিন সহ অনেকে। কর্মসূচিতে জেলার তিনটি উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Next Up