Type to search

স্পিডবোট দুর্ঘটনা: এখনো এসে পৌঁছায়নি স্বজনেরা

জাতীয়

স্পিডবোট দুর্ঘটনা: এখনো এসে পৌঁছায়নি স্বজনেরা

 

অপরাজেয় বাংলা ডেক্স : মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ঘাটে স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জনের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, নদীর পাড়ে নোঙর করে রাখা বালু বোঝাই একটি বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী স্পিডবোটটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থল থেকে ২৫ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌপুলিশের সদস্যরা।

বেলা সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের স্বজনদের কেউ ঘাট এলাকায় এসে পৌঁছায়নি।

শান্ত মিয়া নামে স্থানীয় এক ব্যক্তি  বলেন, সকালে এলাকার নারীরা নদীতে পানি নিতে এসে স্পিডবোটটি উল্টে থাকতে দেখে। পরে বাড়ি গিয়ে সবাইকে বললে স্থানীয়রা এসে উদ্ধার কাজে অংশ নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেয়।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল থেকে উদ্ধার অভিযান চলমান রয়েছে। ২৬ জনের মরদেহ পেয়েছি। পাঁচজনকে আহোবস্থায় উদ্ধার করা হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছেন।

ফায়ার সার্ভিসের ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম  বলেন, উদ্ধার কাজ এখনো চলছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। স্বজনেরা এখনো এসে পৌঁছায়নি। সূত্র,বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *