Type to search

সৌদি-কাতার উত্তেজনা নিরসনের খবরে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সন্তোষ

আন্তর্জাতিক

সৌদি-কাতার উত্তেজনা নিরসনের খবরে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সন্তোষ

অপরাজেয় বাংলা ডেক্স

 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা প্রশমনের খবরে সন্তোষ প্রকাশ করেছেন।

তিনি টুইটার বার্তায় বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা প্রশমনের বিষয়ে অর্জিত সমঝোতাকে স্বাগত জানায়। ইরান প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি আলোচনার মাধ্যমে আঞ্চলিক সম্পর্ক এগিয়ে নেয়ার পক্ষে বলে তিনি মন্তব্য করেন।

শুক্রবার রাতে কুয়েতের উপ-পররাষ্ট্রমন্ত্রী খালিদ আল-জারাল্লাহ ঘোষণা করেছেন, কাতার ও সৌদি আরবের মধ্যে সংকটের অবসান হয়েছে এবং দুই পক্ষের মধ্যে সমঝোতা চূড়ান্ত হয়েছে। খুব শিগগিরই মতপার্থক্য নিরসনের বিষয়ে গৃহীত পরিকল্পনা প্রকাশ করা হবে বলে তিনি জানান।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান আলে সানিও পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে বিদ্যমান সংকট সমাধানে কুয়েতের মধ্যস্থতার প্রশংসা করেছেন।

তিনি বলেছেন, কুয়েত সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে সৌদও দুই পক্ষের সম্পর্কের  অচলাবস্থা নিরসনের ক্ষেত্রে অগ্রগতির খবর দিয়েছেন।

সূত্র, DBC বাংলা