Type to search

সোমবার থেকে থাইল্যান্ডের ৯ প্রদেশে কারফিউ জারি

আন্তর্জাতিক

সোমবার থেকে থাইল্যান্ডের ৯ প্রদেশে কারফিউ জারি

অপরাজেয়বাংলা ডেক্স: মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমন রোধে থাইল্যান্ডে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।

রাজধানী ব্যাংককসহ নয়টি প্রদেশে আগামী সোমবার থেকে প্রতিদিন রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।

এদিকে দক্ষিণ কোরিয়ায় টানা তৃতীয় দিনের মতো করোনার শনাক্তে রেকর্ড হয়েছে। একদিনে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩৭৮ জন, বৃহস্পতিবার দেশটিতে ১ হাজার ৩১৬ জনের করোনা শনাক্ত হয়।

বিশ্বের অন্য যেকোন দেশের তুলনায় করোনা শনাক্ত ও মৃত্যু দুই কম ছিল দক্ষিণ কোরিয়া। তবে বর্তমানে মৃত্যু কম থাকলেও বাড়ছে সংক্রমণ। সেখানে মৃত্যু হার ১ দশমিক ২২ শতাংশ। পাঁচ কোটিরও বেশি জনসংখ্যার দেশটিতে করোনার টিকা নিয়েছে ১১ শতাংশ মানুষ।

বিশ্বে একদিনে করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রাণ গেছে ৮ হাজার ২৬৫ জনের, মোট মৃত্যু ৪০ লাখ ৩৪ হাজার। মোট করোনা শনাক্ত ১৮ কোটি ৬৮ লাখ।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।সূত্র,ডিবিসি নিউজ