Type to search

সেনাদের আত্মসমর্পণের গুজব উড়িয়ে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

অন্যান্য

সেনাদের আত্মসমর্পণের গুজব উড়িয়ে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।

এরই মধ্যে রাজধানী শহর কিয়েভে পৌঁছে গেছে রুশ বাহিনী। সেখানে তুমুল লড়াই হচ্ছে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে।

এদিকে, তুমুল লড়াইয়ের মধ্যেই গুজব ছড়িয়ে পড়ে যে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তবে সেই গুজব উড়িয়ে দিলেন জেলেনস্কি। শনিবার নিজের করা ওই ভিডিও বার্তায় তিনি জানান, রুশ বাহিনীর কাছে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের নির্দেশ দেননি তিনি।

জেলেনস্কি বলেন, “অনলাইনে অনেক মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এসব তথ্যে বলা হচ্ছে যে, আমি ইউক্রেনীয় বাহিনীকে রুশ বাহিনীর কাছে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছি। এসব তথ্য মিথ্যা।”

তিনি বলেন, “আমি এখানেই আছি। আমরা আত্মসমর্পণ করব না। আমাদের আমাদের রাষ্ট্রকে রক্ষা করব।” সূত্র: বিবিসি