Type to search

সুন্দলীতে যথাযথ মর্যাদায় কুমারী পূজা সম্পন্ন

অভয়নগর

সুন্দলীতে যথাযথ মর্যাদায় কুমারী পূজা সম্পন্ন

নওয়াপাড়া প্রতিনিধিঃ
সনাতন ধর্মালম্বীদের শ্বারদীয় দূর্গা পূজার আজ মহা অষ্টমী পূজা। মন্দিরে মন্দিরে হাজাও ভক্তের উপস্থিতে সকাল থেকে শুরু হয় মহা অষ্টমী পূজা।
অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে আজ অভয়নগর সুন্দলী সার্বজনীন দূর্গা মন্দিরে সস্পন্ন হল মহা অষ্টমী পূজা। অষ্টমি
 পূজা কুমারি পূজা নামে বেশি পরিচিত। এ দিনে সকল তরুণ তরুণী পূজার মাধ্যমে মায়ের শক্তির আরাধোনা করে থাকে। তাদের বিশ্বাস এ দিনে মা সকলকে শক্তি, বুদ্ধি প্রদান  করে থাকে, সকল অশুভ বিনাশ করে শান্তি প্রতিষ্টার শক্তি প্রদান করে থাকেন।
 নানা রকম ফুল,বেলপাতা আর পদ্ম দিয়ে অঞ্জলি প্রদান করে,সে ফুল মায়ের পায়ে প্রদান করে আরাধোনা মস্পন্ন করে থাকে।
অঞ্জলি প্রদান শেষে সকল ভক্তদের উদ্যেশে মায়ের প্রসাদ প্রদান করা হয়ে থাকে।
এ বিয়য়ে সুন্দলী গ্রামের পায়েল মল্লিক বলেন আমরা যাতে সকল প্রকার অশুভের বিরুদ্ধে মাথা তুলতে পারি এবং সকল বিপদন যাতে সামলে চলতে পারি এ শক্তি পাওয়ার জন্য আমাদের আরাধনা করা মায়ের পায়ে।
সুন্দলী সার্বজনীন পূজা কমিটির সভাপতি হরিনাথ বিশ্বাস বলেন আমরা সকল প্রকার আয়োজন সম্পন্ন করতে সক্ষম । আগামী ৪ অক্টোবর  সুন্দলীতে  বিরাট মেলার আয়োজন করা হয়েছে।