Type to search

সীমান্তের গ্রামগুলোতে ভারতীয় ডেল্টা ধরন ছড়ানোর শঙ্কা

জেলার সংবাদ

সীমান্তের গ্রামগুলোতে ভারতীয় ডেল্টা ধরন ছড়ানোর শঙ্কা

অপরাজেয়বাংলা ডেক্স: করোনার ভারতীয় ডেল্টা ধরন নিয়ে আতঙ্কে সীমান্ত জেলা মেহেরপুরে বাসিন্দারা। নো ম্যানস ল্যান্ডে কাজের ফাঁকে ভারতীয়দের সঙ্গে মিশছেন এদেশের কৃষকেরা।

এতে দেশে ছড়ানো নতুন ধরন সংক্রমণের ঝুঁকি বাড়ছে। চিকিৎসকেরা বলছেন, ভারতীয়দের সংস্পর্শে আসা ঠেকাতে পদক্ষেপ না নিলে পরিণতি খারাপ হতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শনিবার পর্যন্ত মেহেরপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০৪ জন। এর মধ্যে গত বুধবার এক দিনে সর্বোচ্চ ২১ জন শনাক্ত হয়েছে। স্থানীয়রা বলছেন, করোনার শুরুতে স্বাস্থ্যবিধি মানতে যতটা সচেতনতা দেখা গেছে এখন তেমনটা নেই। তাই বাড়ছে সংক্রমণ।

সংক্রমণ বৃদ্ধির মধ্যেই সীমান্তের এই জেলায় নতুন আতঙ্ক ভারতীয় ডেল্টা ধরন। নো ম্যান্স ল্যান্ডে কাজের ফাঁকে মিশছেন দুই দেশের কৃষকেরা। এতে বাড়ছে ভারতীয় ধরন ছড়ানোর ঝুঁকি। স্থানীয়রা জানান,’ইন্ডিয়ার লোকজন এখানে আসে। একই সাথে আমাদের আবাদ। আমরা একই জায়গায় করি। তাদের মাধ্যমে হয়তো আমাদের গ্রামে ছড়িয়ে পড়তে পারে।’

এখন থেকেই ভারতীয় নাগরিকদের সংস্পর্শে আসা ঠেকাতে নজরদারি বাড়ানো প্রয়োজন-বলছেন সিভিল সার্জন। মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন বলেন,’সীমান্ত জেলাগুলোতে সার্বক্ষনিক যে মানুষজনের আসা যাওয়া, সে বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা হচ্ছে। এমনটা যেন না হয় সে বিষয়ে প্রশাসন তৎপর আছে এবং সেই আলোকেই কাজ করে যাচ্ছে।’

এদিকে, জেলা প্রশাসক বলছেন, করোনা মোকাবিলায় তৎপরতা বাড়ানো হয়েছে। অন্যদিকে, সীমান্তে আগের তুলনায় টহল বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। মেহেরপুর জেলা প্রশাসক ডা. মুনসুর আলম খান বলেন,’যেখানেই করোনা বেশি সেখানেই চেষ্টা করছি লকডাউন করা। বিজিবি টহলে থাকে ওদেরকে আরেকটু সতর্ক করা।’

৬ বিজিবি চুয়াডাঙ্গা সেক্টরের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান জানান,’জনগণকে বুঝানো হচ্ছে। সতর্ক করা হচ্ছে। মাইকিং করা হচ্ছে। সব এলাকায় মাইকিং হয়নি, আগামীকাল প্রতিটি এলাকায় মাইকিং হবে।’

ভারতীয় ডেল্টা ধরন ছড়িয়ে পড়া ঠেকাতে সীমান্তের গ্রামগুলোতে মাইকিং করাসহ কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি-স্থানীয়দের। সূত্র,ডিবিসি নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *