Type to search

সিনহা হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ

আইন কানুন

সিনহা হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ

অপরাজেয়বাংলা ডেক্স: কক্সবাজারে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ। মামলার বাদী ও সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌসকে জেরা করবেন ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত আলী ও এএসআই লিটন মিয়ার পক্ষের আইনজীবীরা।

সকাল ১০টায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু করার কথা রয়েছে।  ২৫ শে আগস্টের শেষ হবে মামলার স্বাক্ষ্যগ্রহণ।  এ সময় আরও ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে।

সাক্ষ্যগহণের সময় ১৫ আসামিকে আদালতে হাজির করা হবে। সাক্ষ্য দেয়ার জন্য ৮৩ জনের মধ্যে প্রথম দফায় ১৫ জনকে উপস্থিত থাকতে সমন জারি করা হয়।

এর আগে ২৬, ২৭ ও ২৮শে জুলাই সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হলেও, করোনার কারণে তা পিছিয়ে যায়। ১৬ই আগস্ট আদালত স্বপ্রণোদিত হয়ে ২৩, ২৪ ও ২৫শে আগস্ট দিন ঠিক করে।

প্রসঙ্গত, ২০২০ সালের ৩১শে জুলাই রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর আবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। সূত্র,ডিবিসি নিউজ