Type to search

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে প্রগতিশীল ছাত্র সংগঠনের বিক্ষোভ, পুলিশের বাধা

শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে প্রগতিশীল ছাত্র সংগঠনের বিক্ষোভ, পুলিশের বাধা

অপরাজেয়বাংলা ডেক্স :  শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল কয়েকটি ছাত্র সংগঠন। মিছিলটি শিক্ষা মন্ত্রণালয়ের সামনের সড়কে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ।

বুধবার দুপুর পৌনে ১টার দিকে বিক্ষোভ মিছিলটি বের করেন তারা।বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর প্রস্তাবিত ১৫ শতাংশ কর আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারসহ চার দফা দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়েছে।

এর আগে দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে সচিবালয় অভিমুখে শুরু করে তারা। মিছিলটি শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, প্রেস ক্লাব অতিক্রম করে সচিবালয় গেটে আসলে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়।

পুলিশের বাধায় পড়ে ছাত্রজোটের নেতাকর্মীরা সেখানেই শিক্ষা-ব্যবসা, একসাথে চলে না; হল-ক্যাম্পাস খুলে দাও, নাইলে গদি ছেড়ে দাও; করারোপ যেখানে, লড়াই হবে সেখানে; অচল হল সচল করো, শিক্ষা জীবন রক্ষা করো, ইত্যাদি স্লোগান দেয়। ছাত্রজোটের নেতারা তখন পুলিশের সামনেই বক্তব্য দিতে শুরু করেন। সূত্র: মানব জমিন অনলাইন, জাগো নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *