Type to search

শপিংমল খোলার সিদ্ধান্ত বাতিলের দাবিতে যশোরে ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদীর) মানববন্ধন

যশোর

শপিংমল খোলার সিদ্ধান্ত বাতিলের দাবিতে যশোরে ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদীর) মানববন্ধন

প্রিয়ব্রত ধর,ভ্রাম্যমান প্রতিনিধি:।
শপিং মল সহ সব কিছু খোলার আত্মঘাতি
সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশের
ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) আহুত
দেশব্যাপি দাবি দিবসের কর্মসূচীর অংশ হিসাবে যশোর জেলা কমিটির উদ্যোগে এক মানব বন্ধন করা হয়। আজ দুপুর ১২ টায় যশোর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।মানব বন্ধনে শপিং মল সহ সব কিছু খোলার আত্মঘাতি সিদ্ধান্ত বাতিল,খাদ্য নিরাপত্তার দায়িত্ব সেনা বাহিনী কে দেওয়া, খাদ্য সহয়তা প্রাপ্তদের তালিকা ওয়ার্ড ভিত্তিক অনলাইনে প্রকাশ, কৃষকের কাছে থেকে সরাসরি ধান কিনতে হবে, লে অফ, শ্রমিক ছাটাই বন্ধ করা, শ্রমিকদে বকেয়া বেতন পাওনা ঈদের আগে পরিষোধ করা, করোনা সহ সকল রোগের চিকিৎসা
নিশ্চিৎ। যশোর বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ব
বিদ্যালয়ে করোনা পরীক্ষা কোন ভাবেই বন্ধ
করা যাবে না দাবীতে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে অংশ গ্রহন করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ , জেলা সাধারণ সম্পাদক কমরেড জিল্লুর রহমান ভিটু,
জেলা নেতা কমরেড সখিনা বেগম দিপ্তি শহর নেতা কমরেড আলাউদ্দিন, হাবিবুর রহমান মোহন, যুব নেতা শেখ আলাউদ্দিন, মাসুদুর রহমান, শ্রমিক নেতা হাফিজুর রহমান প্রমুখ।
Attachments