Type to search

রাজশাহী মহানগরীর ৯০ দশকের তুখোড় ছাত্র নেতা রুবন জুবায়ের, বর্তমানে অবহেলিত

অন্যান্য

রাজশাহী মহানগরীর ৯০ দশকের তুখোড় ছাত্র নেতা রুবন জুবায়ের, বর্তমানে অবহেলিত

আকাশ, রাজশাহী প্রতিনিধিঃ জাতীয় চার নেতার এক নেতা শহীদ এ, এইচ, এম কামরুজ্জামান এর বোন ও দীর্ঘদিনের আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী এড:মোজাফফর আহমদ এর সন্তান রুবণ জুবায়ের।রক্তে যার রাজনীতি তাকে কি রাজনীতির বাইরে রাখা যায়?কিন্তু দুঃখজনক হলেও সত্য রাজশাহী মহানগর আওয়ামী লীগে হাইব্রিড নেতাদের কারণে তিনি আজ অবহেলিত। রুব ন জুবায়ের ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত।১৯৮৭-৮৮ মেয়াদে ছাত্রলীগ রাজশাহী মহানগরীতে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক।স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্যের যুগ্ম আহ্বায়ক।

১৯৯২-৯৫ পর্যন্ত মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।১৯৯৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি প্রার্থী ছিলেন।২০০৩-২০০৬ পর্যন্ত আওয়ামী লীগের সেন্ট্রাল উপ দপ্তর সম্পাদক ছিলেন।বর্তমানে কেন্দ্রীয় অর্থ ও পরিকলপনা উপ কমিটিতে রয়েছেন। ১৯৯১ সালে খালেদা জিয়ার শাসন আমলে তিনি ছাত্র শিবিরের ক্যাডার দের দ্বারা হামলার শিকার হন। সে সময় ধারালো চাপাতি দিয়ে শিবির এর প্রশিক্ষিত বাহিনীর এলোপাথাড়ি কোপ তাকে হত্যার উদ্দেশে করা হয়।কিন্তু সৃষ্টি কর্তার অশেষ মেহেরবানীতে রুবোন জুবায়ের বেঁচে যান।বর্তমানে রাজশাহী মহানগর আওয়ামী লীগে হাইব্রিড নেতাদের কারণে রূবন জুবায়ের অনুপস্থিত।আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী,যখন রাজশাহীতে আওয়ামী লীগের রাজনীতিতে ভয়ে মানুষ যেত না তখন এই রুবন জুবায়ের সারা নগরী জুড়ে ছাত্র লীগের ব্যানারে দাপিয়ে বেড়িয়েছেন। অথচ আওয়ামী লীগের শাসন আমলে তিনি অবহেলা ও পদ বঞ্চিত।তাই অভিমানে নগর আওয়ামী লীগ থেকে একটু দূরে।অনেকেই তাকে মহানগরীতে দেখতে চান। শুধু তাই নয় তার পিতাঃ এ্যাডঃ মোঃ মোজ্জাফফর হোসেন ১৯৬৪-১৯৬৫ সালে সাধারণ সম্পাদ, বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী শহর। তিনি ১৯৭৩-১৯৭৭ সালে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদ, বাংলাদেশ যুবলীগ রাজশাহী জেলা। তিনি ১৯৭৭-১৯৮০ সালে সাধারণ সম্পাদ, বাংলাদেশ আওয়ামিলী, রাজশাহী শহর। ১৯৮১-১৯৯১ পর্যন্ত সভাপতি, বাংলাদেশ আওয়ামিলী, রাজশাহী মহানগরের দ্বায়িত্ব পালন করেন। তার বাবা বর্তমানে সন্মানিত সদস্য, বাংলাদেশ আওয়ামিলী, রাজশাহী মহানগরে দ্বায়িত্বরত। জোবায়ের হোসেন (রুবন) একজন মুজিব পরিবারের মুজিব আদর্শের ত্যাগী সন্তান।

Tags: