
অপরাজেয়বাংলা ডেক্স: রওশন এশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিদিশাকে জাতীয় পার্টির কো চেয়ারম্যান করার দাবি জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ।
বুধবার সামরিক শাসক, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এরশাদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বারিধারায় প্রেসিডেন্ট পার্কে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে এই দাবি করেন এরিক।
তিনি বলেন, চাচা জিএম কাদের জোর করে এরশাদের কাছ থেকে সই নিয়ে অবৈধভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান হয়েছেন। জাতীয় পার্টি আজ ধ্বংসের মুখে। তিনি অবৈধভাবে চেয়ারম্যান পদটি নিয়েছেন, আমরা তাকে মানি না। এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে জাতীয় পার্টির নেতাকর্মীর প্রতি আহ্বান জানান তিনি।
দোয়া মাহফিলে এরশাদের আরেক ছেলে সাদ এরশাদ, সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক ও দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র,ডিবিসি নিউজ