Type to search

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার দিকে অগ্রসর হচ্ছে হারিকেন আইডা

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার দিকে অগ্রসর হচ্ছে হারিকেন আইডা

অপরাজেয়বাংলা ডেক্স: যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের দিকে অগ্রসর হচ্ছে শক্তিশালী হারিকেন আইডা।

রবিবার সন্ধ্যায় মেক্সিকো উপসাগরের উপকূলে ঘুর্ণিঝড়টি আঘাত হানতে পারে ধারণা করা হচ্ছে।

পূর্বাভাস বলছে, ২০০৫ সালে লুইজিয়ানায় আঘাত হানা হারিকেন ক্যাটরিনার চেয়েও শক্তিশালী হতে পারে আইডা। ঝুঁকি এড়াতে লাখো মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। সবাই একসঙ্গে শহর ছাড়ার চেষ্টা করায় বেশ কয়েকটি সড়কে যানজট দেখা দিয়েছে। পাশের মিসিসিপি অঙ্গরাজ্যেও জরুরি অবস্থা জারি করা হয়েছে।

প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ক্রমেই ভঙ্কয়র হয়ে উঠছে আইডা। দুর্যোগ মোকাবিলা সহায়তা দিতে প্রস্তুত রয়েছে কেন্দ্র সরকার। কাকতালীয়ভাবে রবিবার হারিকেন ক্যাটরিনার ১৬তম বার্ষিকী। শক্তিশালী ওই হারিকেনে লুইসিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলেন্স শহরের ৮০ শতাংশ পানিতে তলিয়ে যায় এবং ১৮শ’র বেশি মানুষের মৃত্যু হয়।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে আঘাত হানে হারিকেন হেনরি। এতে ঘূর্ণিঝড়ের প্রভাবে নিউইয়র্ক, নিউজার্সিসহ বিভিন্ন অঙ্গরাজ্যে দেখা দেয় ভারি বৃষ্টিপাত। সৃষ্টি হয় আকস্মিক বন্যার। ঘূর্ণিঝড়ের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণ হারান বেশ কয়েকজন।

হারিকেন হেনরির রেশ কাটতে না কাটতেই আবারও ঘূর্ণিঝড়ের কবলে যুক্তরাষ্ট্র। দ্বীপ রাষ্ট্র কিউবায় ধ্বংসযজ্ঞের পর মেক্সিকো উপসাগর হয়ে লুইজিয়ানা উপকূলের দিকে ধেয়ে আসছে আইডা। বর্তমানে ক্যাটাগরি এক মাত্রা হলেও আঘাতের সময় এটি ক্যাটাগরি চার মাত্রা হবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার।সূত্র,ডিবিসি নিউজ