Type to search

যশোরে সাড়ে ১৩ কোটি টাকার সোনাসহ আটক ৬ পাচারকারী

অপরাধ

যশোরে সাড়ে ১৩ কোটি টাকার সোনাসহ আটক ৬ পাচারকারী

স্টাফ রিপোর্টার : যশোরের মাগুরা সড়কের বাহাদুরপুর গ্রাম থেকে তিনটি প্রাইভেটকার থেকে ১৩ কোটি ৫৮ লাখ ৮০ টাকা মূল্যের ১৫ কেজি ৮শ’ গ্রাম ওজনের ১৩৫ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ সময় ছয় জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন বেনাপোলে দুর্গাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে জাহিদুল ইসলাম, পুটখালী গ্রামের আতিয়ার রহমানের ছেলে নাজমুল হোসেন, চাঁদপুর জেলার ঘাগুড়িয়া গ্রামের রশিদ মিয়াজীর ছেলে আরিফ মিয়াজী, কুমিল্লা জেলার নৈয়ার গ্রামের সিরাজুল বেপারীর ছেলে শাহজালাল, মাদারীপুর জেলার বলশা গ্রামের কামাল হোসেনের ছেলে আবু হায়াত জনি ও নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার মিঝমিঝি গ্রামের মতিউল্লাহ বেপারীর ছেলে রবিউল ইসলাম রাব্বি।

মঙ্গলবার দিবাগত রাত তিনটার সময় বিজিবি ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এই সোনা উদ্ধার করা হয়। ১ জুন বুধবার বিকাল চারটায় যশোর ব্যাটেলিয়ান (৪৯) লে: কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে তারা ঢাকা যশোরের উদ্দেশ্যে আসছিলেন ওই সোনা ভারতে পাচারের জন্য। প্রাইভেট কারের চাকার পাশে বিশেষ কায়দায় সোনাগুলো লুকানো ছিল। তারা জানতে পেরে জেলা প্রশাসককে বিষয়টি অবগত করেন। এরপর বিজিবি ও জেলা প্রশাসকের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয় ‌।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *