Type to search

যশোরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

জাতীয় যশোর

যশোরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

যশোর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুর স্বাস্থ্যবিধি না মেনে গণপরিবহনে অতিরিক্ত যাত্রীবহন ও সামাজিক দুরত্ব বজায় না রাখার অভিযোগে একটি বাস ও ইজিবাইককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার বিকেলে মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী মণিরামপুর-চুকনগর সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী জানান, অধিকাংশ যাত্রীবাহী পরিবহন সামাজিক দূরত্ব বজায় না রেখে অতিরিক্ত যাত্রীবহন করছে।উপর্যুক্ত অপরাধের কারণে দণ্ডবিধি,১৮৬০ অনুযায়ী ০১ (এক) টি যাত্রীবাহী বাসকে ২০০(দুই শত) টাকা ও ০১( এক)টি ইজিবাইক কে ৫০(পঞ্চাশ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সকল অনিয়ম ও ভেজালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *