Type to search

যশোরে ইমরোজ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

যশোর

যশোরে ইমরোজ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার-যশোর শহরতলীর চাঁচড়া ভাতুড়িয়া এলাকার চাঞ্চল্যকর ঘের মালিক ইমামুল ইসলাম ওরফে ইমরোজ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।

সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এলাকার কয়েকশো নারী-পুরুষ মানবন্ধনে অংশ নিয়ে নৃশংস এ হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মানবন্ধনে বক্তারা বলেন, চাঁচড়া এলাকার মাদক, সন্ত্রাসী, চোরাকারবারীদের আশ্রয়দাতা সেলিম রেজা পান্নু এ হত্যাকান্ডের মূল হোতা। এজন্য তাকে দ্রুত গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানান তারা। মানবন্ধনে এলাকাবাসীর পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
মানববন্ধন শেষে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত ইমরোজের স্ত্রী রুনা খাতুন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইমরোজের বাবা নুর ইসলাম নুরু, মা নাজমা বেগম, ভাই ইশরাজুল ইসলাম, স্থানীয় চাঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আজিজ, সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ফুল, ইউপি সদস্য মঞ্জুরুল আলম মঞ্জু প্রমুখ।
সংবাদ সম্মেলন শেষে তারা যশোর শহরে খুনি পান্নু ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই শহরের চাঁচড়া ভাতুড়িয়া এলাকায় একদল সন্ত্রাসী ঘের ব্যবসায়ী ইমরোজকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করে।