Type to search

যবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা সেই মুকুল অবশেষে বরখাস্ত

শিক্ষা

যবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা সেই মুকুল অবশেষে বরখাস্ত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপ-পরিচালক (জনসংযোগ) হায়াতুজ্জামান মুকুলকে নিয়োগ সংক্রান্ত কাজে অনৈতিক পন্থা অবলম্বন করার দায়ে অবশেষে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে [যবিপ্রবি/রেজি/১১৮৮ (১১)/আচরণ ও শৃঙ্খলা (পার্ট-১) /২০১৪-১৬৯৩। তারিখ: ২৩.০৫.২০২২] বিষয়টি জানানো হয়েছে।

এর আগে যবিপ্রবির এই জনসংযোগ কর্মকর্তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে নানা অনিয়মের অভিযোগ উঠে আসে। তার অনৈতিক কার্যাবলির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে বাধ্য হয়। কর্মকর্তা যেনো অনিয়মকে সঙ্গী হিসেবে কাজ করতো।

মঙ্গলবার (২৪ মে) দুপুরে মিডিয়া হাউজে পাঠানো ওই আদেশে বলা হয়েছে, যবিপ্রবির রেজিস্ট্রার দফতরের জনসংযোগ শাখায় কর্মরত উপ-পরিচালক (জনসংযোগ) হায়াতুজ্জামান মুকুলের বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত কাজে অনৈতিক পন্থা অবলম্বন করার অভিযোগ পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সাধারণ আচরণ, শৃঙ্খলা ও আপিল সংক্রান্ত বিধি মোতাবেক সাময়িক বরখাস্ত করা হলো।

যোগাযোগ করা হলে হায়াতুজ্জামান মুকুল অফিস আদেশ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, পরে এ ব্যাপারে কথা বলবো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *