Type to search

মিরপুর বস্তিতে অগ্নিকান্ডে তিন হাজার ঘর পুড়ে ছাই

জাতীয়

মিরপুর বস্তিতে অগ্নিকান্ডে তিন হাজার ঘর পুড়ে ছাই

অপরাজেয় বাংলা ডেক্স-রাজধানীর মিরপুর-৭ নম্বর সেকশনের ঝিলপাড় বস্তিতে আগুন লেগে প্রায় তিন হাজার ঘর পুড়েছে। তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এঘটনায় দুজনের আহতের খবর পাওয়া গেছে।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা ২২ মিনিটে রূপনগর থানাধীন চলন্তিকা মোড় এলাকার বস্তিটিতে আগুনের সূত্রপাত ঘটে। বিষয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. এরশাদ হোসেন আমাদের সময় অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন। আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়।
শেষ পর্যন্ত মোট ২৪ ইউনিট ফায়ার সার্ভিসের তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রথামিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ডিউটি অফিসার মো. এরশাদ হোসেন বলেন, আপাতভিত্তিতে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
জানা গেছে, বস্তিতে প্রায় সাড়ে সাত হাজার ঘর আছে। কোনো কোনো ঘর ঘর দুই বা তিনতলা বিশিষ্ট। ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা জানিয়েছেন, আগুনে প্রায় তিন হাজার ঘর পুড়ে গেছে। ঘরপ্রতি গড়ে চারজন সদস্য করে মোট ১০ হাজারের বেশি মানুষ বসবাস করতেন এই বস্তিতে। ঘরপ্রতি ১২০০-১৫০০ টাকা করে ভাড়া দেওয়া হতো।
রাত পৌনে ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডিরেক্টর অপারেশন (মেইনটেনেন্স) লে. কর্ণেল জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, মোট ২৪টি ইউনিটের তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমান এখনই বলা যাবে না।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছিল। তবে এখন সেটা নিয়ন্ত্রণে আছে। ৭০ ভাগ আগুন নেভানো হয়েছে। ৩০ ভাগ নির্বাপন করতে আরও কিছুটা সময় লাগবে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *