Type to search

মমতার ভাগ্য পরীক্ষার ভোটগ্রহণ চলছে

ভারত

মমতার ভাগ্য পরীক্ষার ভোটগ্রহণ চলছে

ভবানীপুর ছাড়াও মুর্শিদাবাদের শমশেরগঞ্জ এবং জঙ্গিপুর আসনে ভোট চলছে। ভবানীপুরে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি’র প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে ভোটগ্রহণ।

এর আগে, বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান মমতা। এরপর গত ৫ মে মুখ্যমন্ত্রী পদে তৃতীয়বারের মতো শপথ নেন মমতা। আর ভারতের সংবিধানে মুখ্যমন্ত্রীত্ব টেকাতে ছয় মাসের মধ্যে যেকোনো আসনে উপনির্বাচনে জয়ের নিয়ম। পরে মমতা নিজের পুরনো আসন ভবানীপুর থেকে উপনির্বাচনের সিদ্ধান্ত নিলে বিধায়ক পদ ছেড়ে দেন পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসন থেকে শোভনদেব ২৭ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন। কিন্তু, এবারের উপনির্বাচনে মমতার ভোটের ব্যবধান আরও বেশি রাখতে চায় তৃণমূল কংগ্রেস। তবে, এ আসন থেকে মমতা যে জয়ী হবেন তা অনেকটাই নিশ্চিত। ২০১১ ও ২০১৬ সালেও ভবানীপুর থেকে বিধায়ক নির্বাচিত হন মমতা।সূত্র,ডিবিসি নিউজ