Type to search

মনিরামপুরে ৬২ মন ওজনের ষাঁড় বাদশা কোরবানির জন্য প্রস্তুত

অভয়নগর

মনিরামপুরে ৬২ মন ওজনের ষাঁড় বাদশা কোরবানির জন্য প্রস্তুত

প্রিয়ব্রত ধর,ভ্রাম্যমান প্রতিনিধি: সামনে কুরবানি ঈদ। আর ঈদকে কেন্দ্র করে খামারে খামারে চলছে গরু মোটা তাজা করণ। এমনই এক খামার দেখা গেল মনিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়নের চালকীডাঙ্গা হুরগাতী গ্রামে।মৃত রজব আলীর ছেলে মো:আসমত গাইন গড়ে তুলেছেন খামারটি। বড় ছোট মিলে মোট ১২ টি গরু আছে তার খামারে। তার ভিতরে ষাড় আছে তিনটি,আসমত গাইন জানান বাংলার বাদশা নামে ষাড়টি বর্তমানে ২৫০০ কেজি(৬২ মন) ওজন হয়েছে। তিনি গত কয় এক বছর যাবত ষাড়টির দেখ ভাল করছে। ভাল দাম না পাওয়াই তিনি ষাড়টি এখনো বিক্রি করতে পারেন নী। তবে তার দৃড় বিশ্বাস এবারের ঈদের আগেই তার ষাড়টি বিক্রি হবে।তিনি ধারণা করছেন বাজার ভালো থাকলে ২৪/২৫ লক্ষ টাকাই বিক্রি হতে পারে।
সর জমিনে দেখা গেল ইতি মধ্য ষাড়টি দেখার জন্য দূর দূরন্ত থেকে লোক আসছে ষাড়টি দেখার জন্য। আসমত গাইন আরো বলেন বাড়িতে যদি ষাড়টি ভালো দাম না পাওয়া যায় তবে ঈদের ১৫ দিন আগে ঢাকার গরুর হাতে তুলবেন।