Type to search

মনিরামপুরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট সমাজসেবক বুলবুল বৈরাগী চলে গেলে না ফেরার দেশে

যশোর

মনিরামপুরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট সমাজসেবক বুলবুল বৈরাগী চলে গেলে না ফেরার দেশে

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
মণিরামপুরের মশিয়াহাটী দূর্গাপুজা উদযাপন কমিটির সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুজাতপুর গ্রামের বুলবুল বৈরাগী (৪২) চলে গেলেন না ফেরার দেশে। শনিবার ভোর ৪টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে খুলনা সিটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। বুধবার দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় কাদু স্মৃতি হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার দুপুরে তাকে খুলনায় রেফার্ড করা হয়। সেখানেই আইসিইউতে তিনি মৃত্যুবরণ করেন। তিনি কুলটিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি, মশিয়াহাটী থিয়েটারের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি, কুলটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক, মশিয়াহাটী আঞ্চলিক যুব সংঘসহ বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। তাকে প্রথমে মশিয়াহাটী আঞ্চলিক দূর্গা মন্দিরের সামনে ও পরে কুলটিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে হাজারো এলাকাবাসী শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মণিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *