Type to search

মণিরামপুরে পূর্ব শত্রুতার জের ধরে জখম ও মারপিট; আদালতে মামলা

আইন ও আদালত

মণিরামপুরে পূর্ব শত্রুতার জের ধরে জখম ও মারপিট; আদালতে মামলা

স্টাফ রিপোর্টার
পূর্ব শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যশোর জেলার মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের উত্তর গাবখালী গ্রামে গুরুতর জখম ও মারপিটের ঘটনা ঘটেছে। গত ১০ জানুয়ারি রবিবার গাবখালী গ্রামের তুহিন মল্লিকের স্ত্রী স্মৃতি মল্লিক নিজেদের বাড়ির কয়েকটি ভেজা পোশাক ও মশারি শুকানোর জন্য বাড়ির পাশে পুলের রেলিংয়ে শুকাতে দেয়। সেখানেই প্রতাপকাটি গ্রামের গোষ্ট রায়ের মেয়ের সাথে গাবখালী গ্রামের স্মৃতি মল্লিকের বাকবিতন্ডা হয়। ভিকটিমের দাবি পূর্ব শত্রুতার জের ধরে এহেন তুচ্ছ ঘটাকে কেন্দ্র করে রবিবার দিন আনুমানিক ২টার দিকে প্রতাপকাটি গ্রামের হাজরা রায়ের ছেলে সবুজ রায়, গোষ্ট রায়ের স্ত্রী মণিমালা রায়, মেয়ে ডলি রায় ও ছেলে হাজরা রায় নিজেদের সাথে নিয়ে আসা ধারালো অস্ত্র দিয়ে গাবুখালী গ্রামের স্মৃতি মল্লিক, স্বাম-তুহিন মল্লিক, তুহিন মল্লিক, পিতা-বিমল মল্লিক এবং চন্দন মল্লিক, পিতা-তুহিন মল্লিককে এলোপাথাড়ি কোপ দেয় এবং মারধর করে ফেলে রেখে চলে যায়। ভিকটিমদের ডাকচিৎকারে প্রতিবেশিরা ঘটনাস্থাল থেকে তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানকার কর্তব্যরত ডাক্তার স্মৃতি মল্লিকের হাত ভেঙ্গে যাওয়ায় হাতে ব্যান্ডেজ ও মাথার কাটা স্থানে ২৩টি সেলাই এবং তুহিন মল্লিকের মাথায় ১১টি সেলাই দেয়। এখন তারা অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। এই ঘটনায় গতকাল বুধবার তুহীন মল্লিকের বাবা বিমল মল্লিক বাদি হয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, যশোরে একটি অভিযোগ দায়ের করেন।