Type to search

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির পথসভা অনুষ্ঠিত

অভয়নগর খেলাধুলা

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির পথসভা অনুষ্ঠিত

  অভয়নগরের প্রেমবাগ ইউনিয়নে  ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির পথসভা অনুষ্ঠিত

প্রিয়ব্রত ধর, ভ্রাম্রমান প্রতিনিধি :

যশোর জেলার অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার ২৭ বিলের পানি নিষ্কাশনের জন্য ষাটের দশকে ভবদহ নামক স্থানে গড়ে ওঠে স্লুইসগেট। স্লুইজ গেটটি বিশ বছর জনগণের প্রত্যক্ষ কাজে আসলেও নদী শাসনের ফলে নদীর নাব্যতা হারিয়ে নব্বইয়ের দশক থেকে অভিশাপ হয়ে দেখা দেয় ২৭ বিল কেন্দ্রিক যশোর জেলার যশোর সদরের অংশ বিশেষসহ অভয়নগর, মনিরামপুর, কেশবপুরের বৃহদাংশ, খুলনা জেলার ডুমুরিয়া ও ফুলতলার অংশ বিশেষ এবং সাতক্ষীরা জেলার তালা উপজেলার কপোতাক্ষ কেন্দ্রিক বৃহৎ জনগোষ্ঠীর জীবনে। নেমে আসে স্থায়ী জলাবদ্ধতা নামক ইতিহাসের এক ভয়ংকর কালো অধ্যায়ের। ভবদহ কেন্দ্রিক জনগোষ্ঠীকে জলাবদ্ধতা থেকে স্থায়ীভাবে মুক্ত করার জন্য শুরু থেকে আন্দোলন সংগ্রাম করে আসছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি।কিন্তু পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় জনপ্রতিনিধিসহ পানি সম্পদ মন্ত্রণালয়ের দ্বিচারিতার জন্য ভবদহের স্থায়ী জলাবদ্ধতার সমস্যা সমাধান ডুমুরের ফুলের মতো অদৃশ্যই থেকে গেছে ফলে মাঘের শেষেও প্রায় অর্ধশতাধিক গ্রামের কয়েক লক্ষাধিক লোকের বাড়িতে এখন পানি অবস্থান করছে এবং ২৭ টি বিলের মধ্যে ১৬ টি বিলের কয়েক হাজার হেক্টর জায়গা বোরো আবাদের বাইরে থেকে যাচ্ছে। আর তাই ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি তাদের চলমান কর্মসূচিকে বেগবান করার জন্য অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা বাজারে আজ একটি পথসভার আয়োজন করে। শিক্ষক শিবপদ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালি। এছাড়া আরও উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির সদস্য সচিব চৈতন্য কুমার পাল, উপদেষ্টা অধ্যাপক অনিল কুমার বিশ্বাস,সত্যেন্দ্রনাথ বিশ্বাস – অবসরপ্রাপ্ত শিক্ষক,শিক্ষক বাবু ব্রজেন্দ্র নাথ সরকার, সাধন বিশ্বাস, নিশিকান্ত মন্ডল, কানু বিশ্বাস, কার্তিক বকসি, মনমোহন মন্ডলসহ স্থানীয় শতাধিক স্থানীয় জনগণ। উক্ত পথসভা শেষে স্থানীয় জনগণের সর্বসম্মতিক্রমে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি ভবদহের সকল আন্দোলনের সাথে থাকবেন বলে মত প্রকাশ করেছেন। তাদের দাবি, ভবদহের অপরিকল্পিত সেচ প্রকল্প বাতিল করতে হবে এবং আমডাঙ্গা খালের কাজ ও ভবদহের সকল প্রকল্পের কাজ সেনাবাহিনীর তত্ত্বাবধানে করাতে হবে। সর্বোপরি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারি হস্তক্ষেপ কামনা করেছেন।