Type to search

ভবদহ জলাবদ্ধতা সমাধানের জন্য পৌনে দুইশত কোটি টাকার বরাদ্দ আসছে – – এম পি রণজিত কুমার রায়

অন্যান্য

ভবদহ জলাবদ্ধতা সমাধানের জন্য পৌনে দুইশত কোটি টাকার বরাদ্দ আসছে – – এম পি রণজিত কুমার রায়

স্টাফ রিপোর্টার: অভয়নগর উপজেলার ধোপাদী ওয়ার্ড আ.লীগের উদ্যোগে শুক্রবার (৩/৯/২১) সন্ধ্যায় এলাকাবাসীর সাথে স্থানীয় স্াংসদ রণজিত কুমার রায় এর এক মতবিনীময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি সাংসদ রণজিত কুমারা রায় তার বক্তব্যে বলেন, প্রধান মন্ত্রী দেশের আমুল পরিবর্তনের জন্য ১০০ বছরের ডেল্টা প্রজেক্ট হাতে নিয়েছে। দেএেলাকার প্রধান সমস্যা ভবদহ জলাবদ্ধতা সমাধানের জন্য পোনে দুইশত কোটি টাকার বরাদ্দ আসছে। দ্রুত একনেকের সভায় তা অনুমোদন হয়ে আগামী তিন মাসের মধ্যে প্রকল্প বাস্তবায়ন হবে। তিনি আরো বলেন, এলাকার রাস্তাঘাট , মসজিদ মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি হাসপালের উন্নয় করা হবে। যা ছিরৈা এলাকাবাসীর দীর্ঘ নিদেও দাবি। উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রউফ মোল্যা সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যন্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভিন, যুবলীগের আহবায়ক তালিম হোসেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় বমিটির সহ সভাপতি ও শ্রমিকলীগ নেতা রবিন অধিকারী ব্যাচা, শ্রমিক লীগ নেতা নজরুল ইসলাম সরদার, পৌর আ,লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ শেখ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লুলু প্রমুখ। সভায় আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আব্দুর রউফ মোল্যা তালিম হোসেন কে সমার্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দেন।

 

Next Up