Type to search

ভবদহে পানি সরাও, জোয়ারাধার করো দাবিতে  পালিত হবে পানিতে নেমে মানববন্ধন কর্মসূচি

অভয়নগর

ভবদহে পানি সরাও, জোয়ারাধার করো দাবিতে  পালিত হবে পানিতে নেমে মানববন্ধন কর্মসূচি

স্টাফ রিপোর্টার: ভবদহ দিবস উপলক্ষে পানি সরাও. জোয়ারাধার করো দাবিতে আজ সোমবার অভয়নগরে পালিত হবে পানিতে নেমে মানববন্ধন কর্মসূচি।
পলি জমে নদী ভরাট হয়ে যাওয়ায় এ বছরের ভারি মৌসুমি বৃষ্টির দরুণ ভবদহ এলাকার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষোভে ফেটে পড়েছে ভুক্তভোগি জনগন। এমনই এক পরিস্থিতিতে ভবহদের জলাবদ্ধ এলাকার জনগন ২০১৬ সালের ৫ অকক্টোবর পানি সরাও দাবিতে অভয়নগর উপজেলা সদর নওয়াপাড়ায় অবস্থান কর্মসূচি পালন করতে এসেছিলো। ওই দিন পুলিশ ভবদহের জলে ডোবা নারী পুরুষের ওপর ব্যাপক লাঠি চার্য করে। পুলিশের নির্যাতনে সে দিন অর্ধশত নারী পুরুষ আহত হয়। সেদিন পুলিশের লাঠিচার্যে বিধান টিকাদার ও রাজু হোসেন চিরতরে পঙ্গু হয়ে যায়। ওই নির্যাতনের প্রতিবাদে এ বছর দিনটিকে স্মরণ করে পানিতে নেমে মানববন্ধনের ডাক দিয়েছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি।আজ সোমবার অভয়নগর উপজেলার মশিয়াহাটী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কোমর পর্যন্ত জলে নির্মজ্জিত হয়ে শত শত নারী পুরুষ এ মানব বন্ধন করবে। ব্যতিক্রম এ মানববন্ধনে অংশ নিতে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। বিভিন্ন সংবাদ মিডিয়া দৃশ্য ধরন করতে তৎপর হয়ে উঠেছে।
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রণজিত বাওয়ালী বলেন, পলি জমে নদী বিলিন হয়ে যাওয়ায় এ বছর এক বিন্দু পনিও শ্রী-হরি নদী দিয়ে নিষ্কাশিত হচ্ছেনা। যে করনে এলাকার বৃষ্টির পনি ও মুক্তেশ^রী নদীর অববাহিকার উত্তর অঞ্চলের পানিতে ভবদহ অঞ্চলের শতাধিক গ্রামের বাড়ি ঘর পনিতে তলিয়ে গেছে। মানবেতর জীবন যাপন করছে তারা। এ সমস্যার একমাত্র পথ বিলে জোয়ারাধার করে নদীর পলি বিলে অবক্ষেপন করা। কিন্তু সরকার তা না করে নদী খনন করে শত শত কোটি টাকার অপচয় করছে। তাই আমরা জোয়ারাধার বাস্তবায়ন ও সে দিনের পুলিশি নির্যাতনের প্রতিবাদে পানিতে ডুবে মানববন্ধন কর্মসূচি ঘোষনা করেছি। আমাদের কর্মসূচিতে অংশ গ্রহণ করতে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। বিষয়টি অবগত হয়ে বিভিন্ন সংবাদ মিডিয়া আমার কাছে ফোন করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *