Type to search

ভবদহে টিআরএম চালু ও আমডাঙ্গা খাল সংস্কারের দাবি

অভয়নগর

ভবদহে টিআরএম চালু ও আমডাঙ্গা খাল সংস্কারের দাবি

পাম্প প্রকল্প বাতিল করে টিআরএম ও আমডাঙা খাল সংস্কারের  দাবিতে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির মতবিনিময় সভা
প্রিয়ব্রত ধর: মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে যশোরের সদর, মণিরামপুর, অভয়নগর, কেশবপুর উপজেলার ১২০ গ্রাম এখন জলাবদ্ধ। প্রায় দেড়মাস রাস্তাঘাট,  বসতবাড়িতে পানি থাকলেও তা নিষ্কাশনের জন্য পানি উন্নয়ন বোর্ড কার্যকর তেমন কোন  উদ্যোগ এখনো পর্যন্ত গ্রহন করেনি।   জলাবদ্ধতা থেকে মুক্তির লক্ষ্যে  গতকাল শনিবার বিকাল চারটায় মনোহরপুর ইউনিয়ন পরিষদ মাঠে  ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা দাবী তোলেন
এখনই ২১ গেট খুলে দিয়ে ভাটিতে চ্যানেল তৈরি, কপালিয়ায় টিআরএম চালু, আমডাঙা খাল গভীর ও প্রশস্ত  করা, লোকদেখানো পাম্প প্রকল্প বাতিলসহ সকল প্রকার নদী খাল পুনঃর্খনন করতে হবে।
  পায়রা ইউনিয়ন পরিষদের সদস্য( মেম্বার) বিষ্ণুপদ রায় এর সভাপতিত্বে এ সময় সভায় বক্তব্য রাখেন কমিটির  আহবায়ক রনজিৎ বাওয়ালী, যুগ্মআহবায়ক গাজী আব্দুল হামিদ, সদস্য সচিব চৈতন্য কুমার পাল, মসিয়াহাটী আঞ্চলিক কমিটির আহবায়ক শিক্ষক উৎপল বিশ্বাস, সদস্য সচিব মানব মন্ডল, শিবপদ বিশ্বাস, হাজিরহাট আঞ্চলিক কমিটির সদস্য সচিব কার্তিক বকসি, সুন্দলী এলাকার আহব্বায়ক সাধন বিশ্বাস, রাজু আহম্মেদ, প্রবীন শিক্ষক পীর মোহাম্মদ গাজী, সঞ্জিত বিশ্বাস,শান্তনু চক্রবর্তী, সালাম মোড়ল প্রমুখ। সভা সঞ্চলনা করেন সংগ্রাম কমিটির নেতা শেখর বিশ্বাস। এ সভা থেকে আগামী  ৫ নভেম্বর মশিয়াহাটি প্রতিনিধি সভা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ২৫ সদস্য বিশিষ্ট মনোহরপুর  আঞ্চলিক কমিটি গঠন করা হয়।
সভায় শেখর বিশ্বাসকে আহবায়ক ও  বৈদ্যনাথ সরকার, গনেশ মল্লিক, সুশান্ত তরফদার, জামির মোড়ল, বুলবুল আহমেদ সরদার ও আঃ সালামকে যুগ্মআহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট মনোহরপুর আঞ্চলিক কমিটি করা হয়। এ
সভায় উপদেষ্টা হিসাবে বক্তৃতা প্রদান  করেন বিষ্ণুপদ রায়।