Type to search

ভবদহবাসী খাদ্য সংকটে

অভয়নগর

ভবদহবাসী খাদ্য সংকটে

 

প্রিয়ব্রত ধর,ভ্রাম্যমান প্রতিনিধি:
বিশ্ব ব্যাপি চলছে করোনা ভাইরাসের প্রকোপ,ইতোমধ্য বাংলাদেশেও এর বিস্তার প্রবল ভাবে বাড়ছে। সারা বাংলাদেশ লক ডাউন ঘোষণা করা হয়েছে। এমত অবস্থাতে করোনায় খাদ্য সংকট শুরু হয়েছে যশোর ভবদহ অঞ্চলব্যাপী।এদিকে জলাবদ্ধতার কারণে বিগত বছর গুলো ধরে এ অঞ্চলে ফসল চাষ হয় না,কোন পরিবারে তেমন খাদ্য মজুত থাকে না। ভবদহ অঞ্চলের বেশিরভাগ মানুষ দিন আনে দিন খায়।শ্রমজীবি মানুষের আয়ের প্রধান উৎস মাছ ধরে জীবিকা নির্বাহ ও শিল্প নগরী নওয়াপাড়াতে মিলে শ্রমিকের কাজ করে। এতে করে কোন রকমে চলে তাদের জীবন। এ সকল অঞ্চলের জনগণ কিন্তু সাম্প্রতিক মসায়ে মাছ ধরতে পারলেও তা বিক্রির কোন সুযোগ নাই,এ দিকে মিল কলকারখানা বন্দ, আয়ের কোন প্রকার উৎস নাই।বেশির ভাগগ জনগণেন চেয়ে থাকতে হচ্ছে সরকারী অনুদানের দিকে। সে অনুদান ও হাতে গোনা। চরম হতাসাই দিন পার করছে পরিবারের উপারজন কারী ব্যাক্তিটি। তার চোখে মুখে হতাশার ছাপ ফুটে উঠছে। নানা ভাবে চেয়ারম্যান  মেম্বর দের কাছে যোগাযোগ করছে ত্রাণের জন্য। সেখানেও কোন আশার কথা শুনতে পারছে না অসহায় মানুষ গুলো। দোকানপাঠ বন্দ,কাজের কোন সুযোগ নাই কি করবে তারা কি করে বাচাবে তাদের পরিবারকে।এমত অবস্থাতে অঞ্চল বাসী জোর দাবি তুলছে তাদের খাদ্যের নিরাপত্তা সরকারকে নেওয়ার জন্য। কারোই জানা নাই এ সমস্যার সমাধান কোথায়। বেশি বিপাকে পড়েছে দিন মজুর শ্রমিকেরা। তাদের তো আর রোজগার না করলে ঘরে চুলা জ্বলে না। সব মিলিয়ে চরম হতাসায় দিন পার করছে ভবদহবাসী।দারা দ্রুত সরকারী অনুদান কামনা করছে।