Type to search

বেড়িবাঁধ ভেঙ্গে ভেসে গেল ৩ কোটি টাকার মাছ

জেলার সংবাদ

বেড়িবাঁধ ভেঙ্গে ভেসে গেল ৩ কোটি টাকার মাছ

অপরাজেয়বাংলা ডেক্স: ঝালকাঠিতে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। নেমে যেতে শুরু করেছে নিম্মাঞ্চলের পানি। সেই সাথে ঘুর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠছে।

প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যানুযায়ি, জেলায় ৩ দশমিক ৭৬ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে। ভেসে গেছে ২ হাজার ১৩৯ টি পুকুর, দিঘী ও খামারের মাছ।

জেলা মৎস বিভাগ জানিয়েছে, ১’শ ৩৫ মেট্রিকটন মাছ এবং ৩১ লাখ ৫৩ হাজার মাছের পোনা ভেসে গেছে। যার মূল্য প্রায় ৩ কোটি টাকা।

এদিকে ঝালকাঠি সদর উপজেলার চরভাটারাকান্দা, চরকুতুবনগর, নলছিটির বাড়ইকরণ ও কাঁঠালিয়া সদর ইউনিয়নসহ জেলার বিভিন্ন এলাকার প্রায় চার কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে।

ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন বলেন, ‘ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে জেলার বেড়িবাঁধগুলোর ক্ষতির পরিমাণ নির্ধারণ করে প্রতিবেদন আকারে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে। সেখান থেকে বরাদ্ধ পাওয়া মাত্রই আমরা কাজ শুরু করব।’

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, ‘জেলার মৎস্য চাষিদের যে পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরুপণ করে বিভাগীয় অফিসে প্রেরণ করা হয়েছে। মন্ত্রণালয় থেকে কোনো উপকরণ পেলে তা মৎস্য চাষীদের মাঝে বিতরণ করা হবে।’সূত্র,ডিবিসি নিউজ